ভালো বাবা-মা হতে চাইলে করণীয় জানুন

  • কবিতা আক্তার
  • মার্চ ২৫, ২০২২

সন্তানদের এই বড় হওয়ার সময়টা বেশ সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে বাবা-মাকে। তবে এজন্য তাদের প্রস্তুতি নিতে হবে সন্তানের জন্মের পরপরই। যেটাকে বলা হয় গুড প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের আদর্শ কৌশল। সত্যিকার অর্থে ভালো বাবা মা হতে চাইলে কি করবেন।

আরো পড়ুনঃ শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে যে খাবার

- সন্তানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। তাকে ভালোবাসছেন অথচ তা প্রকাশ করছেন না এমনটা যেন না হয়।

- সন্তানের কথাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনুন। তাকে তাচ্ছিল্য করবেন না।

- নিরবিচ্ছিন্নভাবে সময় দিন। অর্থাৎ যতটুকু সময় তার সঙ্গে থাকুন না কেন, সে সময়টুকু শুধু তাকেই দিন।

- সফলতার পাশাপাশি জীবনে ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো করে তাকে তৈরি করুন। তার কোন ব্যর্থতাকে সমালোচনা বিদ্রুপ করবেন না। সন্তানের ছোটখাটো সাফল্যকেও উদযাপন করুন।

- তার সামনে কোন অপরাধ করা বা অপরাধের পক্ষ নেয়া থেকে বিরত থাকুন। কাকে নৈতিকতার শিক্ষা দিতে হলে নিজেরা মিথ্যে বলবেন না, আইন-অনিয়ম ভাঙবেন না (যেমন রাস্তার উল্টোদিক দিয়ে গাড়িতে যাবেন না, লিফটের সামনে বা বেতন দেওয়ার লাইন ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করবেন না )।

আরো পড়ুনঃ লেমন ললি রেসিপি

- তার ওপর অযথা চাপ তৈরি করবেন না।

- তোমাকে এটা পারতেই হবে এমন ধরনের লক্ষ্য নির্ধারণ তাকে দেবেন না।

- তাকে কোন অবস্থাতে মারবেন না, তীব্র কটাক্ষ করে বকবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলুন।

- অন্য কারো সঙ্গে সন্তানের তুলনা করবেন না, তাকে অহেতুক সন্দেহ করবেন না।

- গোপন নজরদারি করবেন না, প্রয়োজনে তার সঙ্গে সরাসরি কথা বলুন।

- তার ভালো কাজের প্রশংসা করুন, অপছন্দের কাজ করলে একটা পর্যায় পর্যন্ত সেটি প্রতি গুরুত্ব দেবেন না।

- সন্তানের সঙ্গে কি ক্যারাম বা লুডু সহ বিভিন্ন খেলা খেলুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাই মিলে বেড়াতে যান। সামাজিক অনুষ্ঠানগুলোতে সন্তানের অংশগ্রহণ নিশ্চিত করুন।

আরো পড়ুনঃ ছোটগল্প : ইচ্ছে পূরণের দৈত্য

- সন্তানের মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার সীমিত করুন। প্রয়োজনে আপনি নিজেও মোবাইল ফোন বা ট্যাব যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমিয়ে দিন।

- পরিবারের সবাই অন্তত একবার একসঙ্গে বসে খাদ্য গ্রহণ করুন। সন্তানকে নিজের হাতে খেতে উৎসাহিত করুন। সে কম খায় এই অজুহাতে তাকে মুখে তুলে খাইয়ে দেবেন না।

- সন্তানকে কখনোই একই আদেশ বা নির্দেশ বারবার দেবেন না।

- তার বন্ধুদের গুরুত্ব দিন। ভালো বন্ধুদের সঙ্গে মিশতে উৎসাহিত করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment