কোন সম্পর্ক থেকে কখন বেরিয়ে আসা উচিত?

  • কবিতা আক্তার
  • এপ্রিল ৫, ২০২২

ভুল সম্পর্ক আপনার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জেনে নিন কিভাবে বুঝবেন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি।

- ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আদান-প্রদান এর নির্দিষ্ট ভারসাম্য থাকবে। কিন্তু যদি এমন হয় আপনার সঙ্গী ধরেই নিয়েছে আপনি আর কোথাও যাবেন না, এবং সে জন্য আপনার সঙ্গে অন্যায় আচরণ করতে এসে দুবার ভাবছে না, তারমানে আপনি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছেন, এ সম্পর্ক আর টেনে নেবেন না। মনে রাখবেন আত্ম সম্মান বিকিয়ে দিয়ে কোনও সম্পর্কে ভালো থাকা যায় না।

আরো পড়ুনঃ চুল পাকার কারণ এবং প্রতিকার জানুন

- সম্পর্কে শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে? ঝগড়া হলে অপমানজনক কথা শুনতে হচ্ছে? দেরি না করে ভেঙে ফেলুন সম্পর্ক। কারণ সম্পর্কে ভালোবাসা অবশ্য জরুরি কিন্তু শ্রদ্ধাবোধ থাকাও কম জরুরী নয়।

- সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের ভেতর থেকে আজকাল সারা পান না? অনেকটা বাধ্য হয়ে সম্পর্ক সামলে যাচ্ছেন? আরেকবার ভেবে দেখুন বেশিদূর যেতে পারবেন কিনা।

- কথায় কথায় আজকাল সঙ্গীর সঙ্গে মনকষাকষি হচ্ছে? প্রতিদিনই কোন না কোন বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে? সময় নিয়ে বসে সমাধানের চেষ্টা করুন। দুইজন যদি এক মত পৌঁছাতে না পারেন তবে সম্পর্কের তিক্ততা আর বাড়াতে না দিয়ে বেরিয়ে আসুন।\

আরো পড়ুনঃ আপনার চুলের খুশকি দূর করুন এখনই

- সঙ্গী প্রতারণা করছে? মনে রাখবেন সম্পর্কে বিশ্বাস না থাকলে সেটি নিয়ে কখনো বেশিদূর আগানো যায় না।

- প্রতারণার উপযুক্ত প্রমাণ পেলে সেই সম্পর্ক ভেঙে ফেলা হবে বুদ্ধিমানের কাজ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment