কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয়? ( শেষ পর্ব )

  • ফারজানা আক্তার 
  • অক্টোবর ২৬, ২০২২

আমরা দৈনন্দিন জীবনে এমনকিছু কাজ করি যা আমাদের কখনো করা উচিত নয়। কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয় সেগুলো কয়েকটি পর্বে পোস্ট করবো। আজ থাকছে প্রথম পর্ব। 

১। হ্যাঁ বলার সাথে সাথে না বলারও অভ্যাস করুন। সঠিক সময়ে না বলতে পারাটাও যোগ্যতা। 

২। নিজের লক্ষ্যের কথা মুখে মুখে না বলে বেড়িয়ে কাজ করে সেটা প্রমাণ করে দেখিয়ে দিন। 

৩। মানুষের প্রতি ঘৃণা জমিয়ে না রেখে তাদের ক্ষমা করে দেওয়া উচিত। 

৪। কারো শারীরিক গঠন নিয়ে ঠাট্টা মস্করা করবেন না। 

৫। গুরুজনদের কথা সবসময় উড়িয়ে দিবেন না। তারা হয়তো তত আধুনিক নয় তবে জেনে রাখবেন তারা সবসময় আমাদের ভালো চায়। 

আরো পড়ুন : কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয়? ( প্রথম পর্ব )

৬। জীবনে শেখার শেষ নেই। তাই শিখতে কখনো কার্পণ্য অনুভব করবেন না। 

৭। কাউকে অযথা জ্ঞান দিতে যাওয়ার প্রয়োজন নেই। কেউ পরামর্শ চাইলে তাকে যতটা সম্ভব বিনয়ের সাথে পরামর্শ দেওয়া উচিত। 

৮। সোশ্যাল মিডিয়ায় কখনোই তর্কে জড়াবেন না। যতটা সম্ভব এড়িয়ে চলুন। 

৯। আপনার ব্যক্তিগত ছবি কখনোই কাউকে পাঠাবেন না। মানুষ পরিবর্তনশীল। 

১০। বাচ্চাদের কখনোই কারো সাথে একা রাখবেন না। সেই ব্যক্তি যতই আপন হোক। আপনজনেরাই সবথেকে বড় ক্ষতি করে।   

আরো পড়ুন : কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয়? ( দ্বিতীয় পর্ব )
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment