আপনি কখন বুঝবেন আপনার চাকরি পরিবর্তন করা উচিত?

  • ফারজানা আক্তার 
  • আগস্ট ৪, ২০১৮

সন্তুষ্টি নিয়ে কাজ করতে না পারলে আপনি কখনো আপনার সেরাটা দিতে পারবেন না। ভালো একটি অফিসে কাজ করার অর্থ এই নয় যে আপনাকে সারাজীবন সেই অফিসেই কাজ করতে হবে। কিছু পরিবর্তন নিজের সাথে মিলিয়ে নিন যেগুলো আপনার সাথে ঘটলে আপনি বুঝে নিবেন আপনার চাকরি পরিবর্তন করার সময় চলে এসেছে।  

(১) যখন বুঝবেন আপনি যে কাজটি করছেন সেটি আপনি আর উপভোগ করছেন না। যে কাজের বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বিরক্তি থাকে, সেকাজ আপনার জন্য নয়। 

(২) নিজের কাজের এবং পরিশ্রমের যথাযথ প্রতিদান পাওয়ার অধিকার আপনার আছে। নিজেকে যদি কখনো আন্ডারপেইড মনে হয় তাহলে সেকাজ ছেড়ে দেওয়া উচিত। 

(৩) নিজের সকল মেধা, শ্রম ও চেষ্টা দিয়েও যদি আপনি আপনার স্বীকৃতি না পান তাহলে সেটা আপনাকে ডিমোটিভেট করবে। কাজের প্রশংসা আপনাকে উৎসাহিত করবে, নতুন উদ্যমে কাজ শুরু করতে সাহায্য করবে। 

(৪) আপনার বর্তমান কর্মক্ষেত্রে যদি নতুন কোন চ্যালেঞ্জ না থাকে তাহলে এখনই চাকরি পরিবর্তন করুন। 

(৫) অফিসে যাওয়ার কথা ভাবলেই যদি আপনি ক্লান্ত অনুভব করেন। সাপ্তাহিক ছুটি শেষ হলেই যদি হতাশা আপনাকে ঘিরে ধরে তাহলে আপনার চাকরি পরিবর্তন করার সময় এসেছে।  

তথ্য : গুগল  

Leave a Comment