জীবনসাথী হিসেবে আপনি কেমন মানুষ আশা করেন?

  • ফাতেমা আক্তার রিপা 
  • জানুয়ারি ২৭, ২০২০

ধরুন,কেউ আপনাকে প্রশ্ন করলো জীবনসাথী হিসেবে আপনি কোন ধরনের মানুষকে আশা করেন। উত্তরে কি বলবেন আপনি?

অনেকে এই প্রশ্নের উত্তরে বলবে এমন একজনকে চাই যে ভালো বউ বা স্বামী হবে। কেউ বলবে, যে আমার বাচ্চার ভালো মা হবে অথবা কেউ হয়তো বলবে, যে আমার বাবা-মা'র ভালো জামাই বা বউমা হবে।

এত উত্তরের আড়ালে যে উত্তরটি ঢাকা পরে যাবে বা যায় তা হলো জীবন সাথী হিসেবে আপনি বা আপনারা একজন ভালো মানুষকে আশা করেন।একজন ভালো মনের মানুষকে। কারণ টা খুবই সাধারণ। যে ভালো স্বামী, ভালো বউ, ভালো মা, ভালো বউমা সে যে একজন ভালো মনের মানুষ ও হবে তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু একজন ভালো মনের মানুষ সব দিকেই ভালো। সে যেমন ভালো ছেলে বা মেয়ে হতে পারে তেমনি ভালো বাবা বা মাও হতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি পদক্ষেপে তারা তাদের ভালো মানসিকতার পরিচয় দিয়ে থাকেন।

তাই এক জীবনে একটু স্বস্তিতে বাঁচার জন্য এতটুকু আশা আমরা করতেই পারি যে, জীবনে চলার পথে কিছু ভালো মনের মানুষের সাথে আমাদের দেখা হোক আর তাদের সাথে তাল মিলিয়ে আমরা যেন নিজেদের ও ভালো মানুষ রুপে গড়ে তুলতে পারি।।

Leave a Comment