লেবুর খোসা কাজে লাগানোর সহজ উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৭, ২০২২

লেবুর খোসা অযথাই ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্ন ভাবে। এমনকি খাবারেও ব্যবহার করা যায় পুষ্টিগুণে ভরপুর লেবুর খোসা। জেনে নিন লেবুর খোসা কাজে লাগানোর কিছু উপায় সম্পর্কে...

- পেঁয়াজ বা রসুন কাটার পর হাত থেকে গন্ধ যেতে চায়‌ না? এক টুকরো লেবুর খোসা ঘষে নিন হাতে।

- কাপড় থেকে হলদে দাগ ওঠাতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস ছিটিয়ে খোসা দিয়ে ঘষে রোদে দিন। এভাবে কয়েকদিন করলে দাগ উঠে যাবে।

আরো পড়ুনঃ শিশুর উচ্চতা বাড়াবে যেসব খেলা

- ঘামের দাগ দূর করতে বগলের নিচে ঘষে নিন লেবুর খোসা।

- লেবুর খোসা কুচি করে পানি অথবা তরকারিতে মিশিয়ে নিতে পারেন।

- কাটিং বোর্ডের গন্ধ দূর করতে সামান্য লবণ ছিটিয়ে এক টুকরো লেবুর খোসা ঘষে নিন।

- সিংক বা বাথটাব পরিষ্কার করতে লেবুর খোসায় সাহায্য নিতে পারেন।

- ওভেনের ভিতরে থাকে গন্ধ দূর করতে একটি বাটিতে পানি ও লেবুর খোসা দিয়ে গরম করে নিন।

আরো পড়ুনঃ ভিটামিন ডি পাওয়া যায় যে খাবারে

- দাঁত ঝকঝকে করতে লেবুর খোসা ঘষে নিন দাঁতে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment