ঘরেই বানিয়ে নিন নারকেলের সন্দেশ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ৯, ২০২৩

নারকেলের সন্দেশ বানাতে খুবই কম উপকরণ লাগে, আর সময়ও কম লাগে। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন ভিন্ন স্বাদের নারকেলের সন্দেশ।

উপকরণ:

- নারকেল কোড়ানো ২ কাপ,

- দুধ ১ কাপ,

- গুড়া দুধ ১/২ কাপ,

- মাওয়া ১/৩ কাপ,

- চিনি ১/২ কাপ,

- এলাচ তিন থেকে চারটি,

- দারুচিনি দুটি,

আরো পড়ুনঃ ইস্ত্রি ছাড়াই কাপড় আয়রন করুন

- ভাজা বাদাম গুঁড়া ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমে নারকেল, চিনি ও ১/২ কাপ পরিমাণের দুধ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ১/২ কাপ হালকা দুধের মধ্যে ১/২ কাপ গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিন।

এরপর একটি কড়াইয়ে ব্লেন্ড করা নারকেল নিয়ে নিন। এরপর এর মধ্যে এলাচ, দারুচিনি এবং গুঁড়া দুধের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এরপর এটা চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। এরপর নারকেলের মধ্যে থাকা দুধটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিন মাওয়া।

আরো পড়ুনঃ যেসব খাবারে কমবে প্রসব যন্ত্রণা

আবার ৬ থেকে ৮ মিনিট নাড়তে থাকুন। এরপরের মধ্যে মিশিয়ে নিন ভাজা বাদাম এর গুঁড়া। এরপর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এটি হাত দিয়ে মেখে নিন।

এরপর মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল করে একটা ডিজাইনার ডাইস দিয়ে ডিজাইন করে নিন। অথবা আপনার পছন্দমতো আকার দিন। তারপর ঠাণ্ডা করে পরিবেশন করুন ভিন্ন স্বাদের নারকেলের সন্দেশ।

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment