
তামান্না ভাটিয়া কি শুধু বাহুবলির নায়িকা!
- রেজবুল ইসলাম
- জানুয়ারি ৩, ২০১৮
শুধুমামাত্র তেলেগু ও তামিল ছবিতে অভিনয় করা এই অভিনেত্রীর পুরো নাম তামান্নাহ ভাটিয়া। তাকে অনেকে তাম্মি আবার কেউ কেউ মিল্ক বিউটি নামেও চেনে। তার উচ্চতা ৫'৫'', ওজন ৫৫ কেজি। ফিগার মেজারমেন্ট ৩৩-২৭-৩৫। মুম্বাইয়ে জন্ম নেয়া এ অভিনেত্রী পড়াশোনা করেছেন মুম্বাইতে। তার বাবার নাম সানতোশ ভাটিয়া আর মা রজনী ভাটিয়া। তার এক ভাই আনান্দ ভাটিয়া।
হিন্দু পরিবারে জন্ম নেয়া এই অভিনেত্রী খেতে পছন্দ করেন বিরিয়ানি। পছন্দের অভিনেতা মাহেশ বাবু, হৃত্তিক রওশন। পছন্দের অভিনেত্রী মাধুরি। ভালোবাসেন বই পড়তে আর নাচতে। মাত্র ১৩ বছর বয়সে স্কুলের একটি অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার অভিনয় জীবন।

২০০৫ সালে চান্দ সা রোশন চেহ্রা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপ্কা অভিজিত’ এ্যালবামের ‘লাফ্জো মে’ নামের একটি গানে তাঁকে মডেল হিসেবে দেখা যায়। একই বছরে তেলুগু ছবি শ্রী দিয়ে প্রথমবারের মতন তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন এবং পরবর্তী বছর তিনি তার প্রথম তামিল ছবি কেদিতেও নাম লিখান। তার অভিনীয় সব চেয়ে আলোচিত ছবি 'বাহুবলি'
কনফেডারেশন অব ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিশন কমিশন (সিআইএসি) তাঁকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এমন সম্মানে ভূষিত হয়ে রোমাঞ্চিত তামান্না ফেসবুকে লিখেন, “সিআইএসি (কনফেডারেশন অব ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিশন কমিশন) থেকে ডক্টরেট পাওয়ায় নিজেকে সম্মানিত মনে করছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। আমাকে যে সম্মান দেওয়া হলো তা রক্ষা করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।” তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও বিয়ে করেননি এখনও এই অভিনেত্রী। ছবি প্রতি সম্মানি নিচ্ছেন প্রায় দেড় কোটি টাকা।