বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল জামালপুর জেলা

  • ইয়াসিন প্রধান সাজিদ
  • অক্টোবর ৩০, ২০২০

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। জেলাটির আয়তন মোট ২,০৩১.৯৮ বর্গকিমি আর জেলার জনসংখ্যা মোট ২৩,৮৪,৮১০ এবং জেলার জনঘনত্ব ১,২০০/বর্গকিমি। জামালপুর জেলার সাক্ষরতার হার মোট ৩৮.৫%।

আরো পড়ুনঃ গর্ভকালীন সময়ের টিটি টিকার নির্ধারিত সময়সূচি 

জামালপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়, কুড়িগ্রাম জেলা, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবতী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা।

জামালপুর জেলা রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং মেঘালয় এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম, এবং গম হয়।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা এখানেই রয়েছে।

আরো পড়ুনঃ মাত্র ৭ টি উপায়ে আপনার  কিডনি ভালো রাখুন

তথ্যঃ গুগল

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment