জেনে নিন কিভাবে ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করবেন!

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ফেব্রুয়ারি ২০, ২০১৮

ফাউন্ডেশন গলে যাওয়া বা ঘন্টা খানেকের মধ্যেই মিলিয়ে যাওয়ার সমস্যা সত্যি বিরক্তিকর। ভালো মানের ফাউন্ডেশন কেনার পরও যদি এই সমস্যা হয় তাহলে বুঝতে হবে আপনি হয়ত ঠিকভাবে তা ব্যবহার করছেন না। ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করার উপায়গুলো জেনে নিন - 

ময়েশ্চারাইজার: মুখের ত্বকে যে কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। শুষ্ক ত্বকে ফাউন্ডেশন জমাট বেঁধে যায় এবং দেখতে অসামঞ্জস্যপূর্ণ লাগে।

প্রাইমার: প্রাইমার ব্যবহারে মেইকআপের বেইজ মসৃণ হয়। উন্নত মানের প্রাইমারের ব্যবহার ফাউন্ডেশন ভালোভাবে বসাতে এবং লোমকূপের ছিদ্র কমাতে সাহায্য করে।  

সরঞ্জাম ব্যবহার করা: হাতের পরিবর্তে ‘বিউটি ব্লেন্ডার’ অথবা ব্রাশ ব্যবহার করুন। এতে প্রসাধনী ভালোভাবে ত্বকের সঙ্গে মিশে যায় এবং দীর্ঘস্থায়ী হয়।

পাউডার ব্যবহার: যদি তরল ফাউন্ডেশন ব্যবহার করেন তাহলে অবশ্যই পাউডার দিয়ে মেইক-আপ সেট করে নেবেন। চাইলে স্বচ্ছ পাউডার ব্যবহার করে ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করে নিতে পারেন।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment