হাতে মেহেদী রাঙানোর নানাকথা

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ফেব্রুয়ারি ২৬, ২০১৮

মেহেদী ব্যাপারটা বাঙালি তথা বিশ্বের প্রায় সব দেশের নারীদের কাছেই বেশ শৌখিন আর পছন্দের একটি বিষয়। মেহেদী দিতে ভালোবাসেনা এমন কোন নারী খুঁজে পাওয়া কঠিন হবে। আর বিয়ে, ঈদ কিংবা কোন অনুষ্ঠান হলে তো কথাই নেই। মেহেদীকে ঘিরে কত আনন্দ, কত স্মরনীয় ঘটনা এখনই চোখের সামনে ভেসে উঠছে, তাই না? আসছে ঈদ, তাই চাঁদ রাতে হাত মেহেদী রাঙ্গা হবে এমনটাই স্বাভাবিক। মেহেদীতে হাত রাঙ্গাতে হয়ে মেহেদী লাগানোর পূর্বে ও পরে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো যাতে করে সাধের মেহেদী আবার মন খারাপের কারণ হয়ে না দাঁড়ায়।

মেহেদী দেওয়ার পূর্বেঃ

১। মেহেদী দেওয়ার পূর্বেই খুব ভারী কোন খাবার কিংবা পানীয় পান থেকে বিরত থাকুন।

২। কী ধরনের প্যাটার্ন কিংবা ডিজাইনে মেহেদী দিতে চান সে সম্পর্কে ভালো ধারণা রাখুন এবং যদি কোন মেহেদী ডিজাইনারকে দিয়ে মেহেদী দেওয়ান তাকেও নিজের পছন্দ সম্পর্কে স্পষ্ট ধারণা দিন।

৩। মেহেদী লাগানোর আগে ভালোমতো হাত-পা ধুয়ে নিন এবং শুকিয়ে নিন। কোনরকমের মলম কিংবা ক্রীম ব্যবহার করবেন না।

৪। মেহেদী কোন ডিজাইনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর মেহেদীও একেবারেই টাটকা হলেই ভালো কাজ করে। তাই পছন্দমতো কোন ও মেহেদী পেস্ট আগে থেকেই তৈরি রাখুন।

৫। মেহেদী লাগানোর সময় টিস্যু পেপার, হালকা সুতি কাপড়, একটি টুথপিক কিংবা আলপিন সাথে রাখুন।

৬। সবচেয়ে ভালো রঙ পেতে কাঙ্ক্ষিত দিনের ২৪-৪৮ ঘণ্টা আগে মেহেদী লাগানো সবচেয়ে ভালো রঙ পাবেন আপনার বিশেষ দিনে।

মেহেদী লাগানোর সময়ঃ

১। অভিজ্ঞ না হলে ডিজাইন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট না করে যে ডিজাইন বেছে নিয়েছেন তেমনই করা উচিত। তা নাহলে পুরো ব্যাপারটা হয়তো মনমতো নাও হতে পারে।

২। দিনে মেহেদী লাগানোর সময় রোদে বসবেন না। বরং ঠান্ডা ও শুকনো কোন স্থান বেছে নিন।

৩। অনেকেই মেহেদী দিয়ে হাত বারবার নাড়াচাড়া করে বাতাস লাগিয়ে তাড়াতাড়ি শুকানোর জন্য। এটা কোনভাবেই করা যাবেনা।

মেহেদী লাগানোর পরঃ

১। ওয়াক্স করবার ইচ্ছা থাকলে অবশ্যই মেহেদী লাগানোর আগেই করতে হবে। মেহেদী দেওয়ার পর কোনভাবেই ওয়াক্স করা যাবেনা।

২। হাতে সবচেয়ে ভালো রঙ পেতে সাত থেকে আট ঘন্টা মেহেদী হাতে রাখতে হবে। কোনোভাবেই ১২ ঘন্টার বেশি রাখা যাবেনা।

৩। গাঢ় রঙ পেতে চাইলে কয়েকটি লবঙ্গ চুলায় হালকা পানি দিয়ে গরম করে নিন। ধোঁয়া উঠতে শুরু করলে মেহেদী দেওয়া হাত এর উপর দিয়ে রাখুন। হাতে তাপ যখন সহ্য করতে পারবেন না তখন অবশ্যই সাথে সাথে সরিয়ে নিন। মেহেদীর ভালো রঙ তৈরিতে লবঙ্গ ভাঁপা বেশ কার্যকর।

৪। মেহেদী কিছুটা শুকিয়ে আসলে এতে চিনি ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করতে পারেন। তবে চিনি ও লেবুর রসের মিশ্রণ হাতে বেশি পড়ে ডিজাইন যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন।

৫। মেহেদী একেবারে শুকিয়ে গেলে তুলে ফেলুন। তবে মেহেদী লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা হাতে সাবান লাগানো থেকে বিরত থাকুন।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment