ভ্রু প্লাক করার পর যে কাজগুলো একদম করবেন না!

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জুন ৫, ২০১৮

সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে ভ্রু’র উপর। যতই সুন্দর করে সঠিকভাবে মেকআপ করুন না কেন, ভ্রুর আকৃতি যদি মুখের সাথে মানানসই না হয়, তাহলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে। এজন্য অনেকেই ভ্রু প্লাক করে থাকেন।  তবে ভ্রু প্লাক করার পর কি করা উচিত আর কি করা উচিত না তা মেনে চলতে হবে। জেনে নিন ভ্রু প্লাক করার পর কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো করা যাবে না-

১। ভ্রু প্লাক করার পর মুখ অবশ্যই ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে লোমকূপগুলো সংকুচিত হয়ে যাবে এবং ত্বকের লালচে ভাব দূর হয়ে যাবে। তবে ত্বকে জ্বালা অনুভূত হলে অ্যালোভেরার জেল বা গোলাপ জল লাগালে ভালো ফল পাওয়া যাবে।

২। ভ্রু প্লাক করার পর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। তাই সূর্যের আলো, অতিরিক্ত তাপ ও ক্লোরিন সমৃদ্ধ পানির কারণে ত্বকে জ্বালাপোড়া অনুভূত হতে পারে। এজন্য যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলতে হবে।

৩। প্লাক করার পর ত্বকের ওই অংশগুলোতে বারবার হাত না লাগানো ভালো। কারণ এতে হাতে লেগে থাকা ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়তে পরে। আর যেহেতু প্লাক করার পর লোমকূপ খোলা থাকে তাই সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে।

৪। প্লাক করার পরবর্তী ২৪ ঘণ্টা মেকআপ ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত। নাইট ক্রিম বা অ্যান্টি-এইজিং ক্রিমও ওই অংশের ত্বকটুকু বাদ দিয়ে লাগানো উচিত। কারণ খোলা লোমকূপ ভারী ক্রিমের কারণে বন্ধ হয়ে যেতে পারে।

তবে ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে জ্বলুনি অনুভূত হতে পারে। তাই হালকা কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া উচিত।

সূত্র : গুগল 

Leave a Comment