গরমে ত্বকের যত্ন নিন সহজে

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ১৭, ২০১৯

সূর্যের অতিবেগুনি রশ্মি সবসময় ত্বকের যত্ন ক্ষতিকর। বিশেষ করে গরমের এই সময়ে সূর্যরশ্মির জন্য অনেকের ত্বক কালো হয়ে যায়, লালচে বা জ্বালাপোড়া, চুলকানি বা ফোস্কানিও পড়ে। গ্রীন হাউজ ইফেক্টের জন্য তাপমাত্রা অধিক বেড়ে যাওয়ায় চামড়ায় বিভিন্ন ধরনের ব্যাধি দেখা যাচ্ছে। মাত্র কয়েকঘন্টা রোদে থাকলেই ত্বকে জ্বালাপোড়া ও চুলকানি হয়।

অতিরিক্ত সূর্যের রোদে ত্বকের রঙ হয়ে যায় কালো ও কুঁচকানো। যাদের ত্বক কালো তারা প্রাকৃতিক ভাবেই সুরক্ষা পায়। সাদা ত্বকের জন্য এ সুবিধা নেই। রোদে অতিরিক্ত ঘোরাঘুরি ত্বকে সানট্যান পড়ে যেতে পারে, তাই যতটা সম্ভব রোদ থেকে ত্বককে দূরে রাখা প্রয়োজন। সানট্যানে কালো হয়ে যাওয়া ত্বক কয়েক ঘন্টা বিশ্রামে চিকিৎসা ছাড়াই স্বাভাবিক হয়।

কেএস/

Leave a Comment