ত্বক ও চুল সুন্দর করার ঘরোয়া উপায়

  • কবিতা আক্তার
  • সেপ্টেম্বর ৭, ২০১৯

এই গরমে আমাদের ত্বক ও চুল খুবই সহজেই ড্যামেজ হয়ে যায়। যদি গরম বেশি রকম হয় তবে ত্বক লালচে হয়ে যায় এবং ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। যাদের বেশি গরম পড়লেই এরকম সমস্যা দেখা যায়। তারা বাড়িতে বসে ত্বকের যত্ন করতে পারেন ঘরোয়া উপায়ে

১। প্রথমে একটি বাটিতে এক চামচ দুধ নিন এবং তার মধে একটি আলু পেস্ট করে নিয়ে কটন বল দিয়ে মুখে ভাল করে মাখুন এতে করে গরমে ত্বকে লালচে ভাব দুর হবে।

২। শুধু কাচা দুধ দিয়ে ত্বক ভাল করে ধুয়ে ফেলুন এবং এরপর একটি বাটিতে এক চামচ মধু ও একটি টমেটো পেস্ট করে পুরো মুখে মাখুন তাহলে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।

ত্বকের পাশাপাশি চুলের যত্নও প্রয়োজন। এই গরমে চুল বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায়। তাই এই গরমে যদি চুলকে হেলদি করতে চান, তাহলে আপনাকে শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। মাসে বা সপ্তাহে এক বার আমলকি ব্যবহার করতে পারেন।
এসব নিয়ম মেনে চললে গরমে ত্বক ও চুলের কোনো ক্ষতি হবে না। এবং এই গরমে আপনি থাকবেন চুল ও ত্বকের চিন্তা থেকে মুক্ত।

কেএস/

Leave a Comment