ব্রণের দাগ দূর করবে হলুদ ও লেবুর প্যাক, জানুন টিপসসহ!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৬, ২০২০

এক চা চামচ লেবুর রস নিন। এরসাথে মেশান এক চা চামচ হলুদ। আপনি চাইলে কাঁচা হলুদ কিংবা গুঁড়ো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এবার এই দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে প্যাকটি মুখে সব জায়গায় সমান করে লাগান। বিশ মিনিট পরে মুখ নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন।

- প্যাকটি লাগিয়ে অর্থাৎ মুখে লাগানো অবস্থায় চুলার কাছে যাবেন না।

- হলুদ এবং লেবু দুটি উপাদানই ফটোসেন্সিটিভ উপাদান তাই চেষ্টা করবেন প্যাকটি রাতে ঘুমানোর আগে লাগাতে।

- এটি আপনার স্কিনের রেডনেস, ব্রণের গর্ত এবং র‍্যাশ দূর করবে খুবই এফেক্টিভ ভাবে।  

আরো পড়ুনঃ নাক বন্ধ হয়ে থাকলে কী করবেন?

টানা দুই সপ্তাহ লাগাবেন। এরপর চাইলে প্যাকটি কন্টিনিউ করতে পারেন। কারণ এটি আপনাফ স্কিনের ব্রাইটনেস বাড়াবে ভীষণভাবে। তিন দিন লাগানোর পর থেকেই পরিবর্তন বুঝতে পারবেন এবং স্কিনের প্রতি ভালো লাগা জাগবে আপনার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment