পেঁয়াজের রসে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে ১০গুণ!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ৫, ২০২০

আজকে আপনাদের এমন একটি রেমিডি তৈরি করে দেখাবো, এটি ব্যবহারে চুল হবে ঘন কালো এবং লম্বা। এটি শুধুমাত্র আপনার চুলকে লম্বা করবে না বরং এটি যদি নিয়মিত আপনি আপনার চুলে লাগাতে থাকেন তাহলে আপনার চুল গোড়া থেকে মজবুত হবে এবং নতুন চুল গজাবে। এই রেমিডি টি ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং যে কোন বয়সের জন্য এটি উপকারী হবে।

এই রেমেডি তৈরি করার জন্য মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে টুকরো করে কেটে ব্লেন্ড করে ছাকনির সাহায্যে ছেঁকে এর থেকে রস বের করে নিন। পেঁয়াজের রস স্ক্যাল্পে নতুন চুল গজাতে ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। পেঁয়াজের রস ব্যবহারের ফলে নতুন চুল গজানোর সাথে চুল পড়া যেমন কমবে তেমনি চুলের গোড়া শক্ত হবে। আর খুশকি দূর করার জন্য পেঁয়াজের রস সবচেয়ে দ্রুত কার্যকর ভাবে কাজ করে।

আরো পড়ুনঃ ডাবের পানি খেলে কি শক্তি বাড়ে?

এখন একটি বাটিতে ১ কাপ পেঁয়াজের রস ২ চামচ অ্যালোভেরা জেল নিন। ন্যাচারাল এলোভেরা জেল ব্যবহার করেছি আপনাদের কাছে ন্যাচারাল না থাকলে বাজারের অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। এই রেমিডির গুণাগুণ আরো বাড়িয়ে তোলার জন্য এরমধ্যে এড করে নিন ১টি ভিটামিন ই।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment