পানি খেতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো আপনারা?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ২৩, ২০২২

পানি আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। পাশাপাশি পুষ্টি উপাদান পৌঁছে দেয় কোষে। ত্বক রাখে উজ্জ্বল ও সুন্দর। তবে নিয়ম মেনে পানি না খাওয়ার কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে পারেন।

অনেকে হয়তো ভাবছেন পানি খাওয়ার নিয়ম কিসের? সুস্থ থাকতে চাইলে সঠিক নিয়মে পানি খাওয়া কিন্তু ভীষন জরুরী। অ্যাসিডিটি থেকে শুরু করে নানা রকম শারীরিক সমস্যা হতে পারে নিয়ম মেনে পানি না খাওয়ার কারণে।

- অনেকে এক নিঃশ্বাসে গ্লাসের পানি শেষ করে ফেলেন। এটা একেবারেই ঠিক নয়। পানি অল্প অল্প করে কয়েক ঢোঁক শেষ করবেন।

আরো পড়ুনঃ যেসব খাবারে ভিটামিন বি ৩ মিলবে

- ভারী খাবার খাওয়ার আগে পানি পান করবেন না। এটা হজমের গন্ডগোল হতে পারে। খাবার খাবার আগে না খাবার খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে পাচকরস তার ক্ষমতা কিছুক্ষণের জন্য কমিয়ে ফেলে। এটা খাবার হজম হতে দেরি হয়। খাবার শেষ করার অন্তত ৩০ মিনিট পর পানি খান। খাবারের মাঝে প্রয়োজন হলে এক সিপ পানি খেতে পারেন এর বেশি নয়।

- পানি কখনো দাঁড়িয়ে খাবেন না। বসে খান। বসে ধীরে ধীরে পানি খেলে সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়ার জন্য পর্যাপ্ত সময় পায়।

- কুসুম গরম পানি খেতে পারেন। এটি হজমের জন্য সহায়ক।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment