গর্ভপাত এড়াতে প্রথম তিন মাসে করণীয়

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ২, ২০২২

গর্ভপাত বেশিরভাগ সময় গর্ভধারণের প্রথম তিন মাসেই বেশি হয়। এ সময় প্রয়োজন আলাদা সচেতনতা। গর্ভধারণের প্রথম দিন থেকে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ মা ও অনাগত সন্তানের জন্য। তারপরও শুরুর তিন মাস থাকতে হয় বেশি সতর্ক। বিশেষজ্ঞদের মতে, গর্ভধারণের প্রথম তিন মাসেই বেশিরভাগ গর্ভপাত হয়ে থাকে। তাই এ সময় গর্ভবতী মা এবং পরিবারের সদস্যদের প্রয়োজন সতর্ক থাকা।

- গর্ভধারণের ১ম সপ্তাহ থেকে শুরু করে ১২ তম সপ্তাহকে ধরা হয় ফাস্ট ট্রাই মিস্টার।

- অধিকাংশ গর্ভপাত এই প্রথম তিন মাসেই হয়ে থাকে।

- এজন্য প্রথম দিকে এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

আরো পড়ুনঃ শীতের পোশাক আলমারিতে তোলার আগে যা করবেন

- বমি বমি ভাব, বমি হওয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

- গর্ভাবস্থায় প্রথম দিকেই গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে অনেকের।

- মাথা ঘোরা বা পেটে প্রচন্ড ব্যথা হতে পারে।

- এ সময় ঝুকিপূর্ণ রাতের সিঁড়ি বেয়ে ওঠা, ভারী জিনিস বহন করা কিংবা ঠান্ডা লাগে এমন কাজ না করা।

- কাপড় ধোঁয়া, ঘর ঝাড়ু দেওয়া বা মোছার মতো কাজগুলো না করা।

- গর্ভাবস্থার প্রথম তিন মাস দূরের জার্নি করা ঠিক না।

- রাস্তা খারাপ থাকলে সম্ভব হলে ধীরে ধীরে হেঁটে যাওয়া যেতে পারে, এতে ক্ষতির সম্ভাবনা কম। ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিংবা আল্ট্রাসোনোর মাধ্যমে গর্ভধারণের ৪ সপ্তাহের মধ্যে নিশ্চিত হওয়া সম্ভব। প্রথম থেকে পুরো সময়টা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment