সুস্থ শিশুর কিছু চিহ্ন জেনে রাখুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৫, ২০২২

প্রতিটি মা শিশুকে নিয়ে ভয়ে থাকেন। ভয় পাওয়ার কোন কারণ নেই, সুস্থ শিশুর কিছু চিহ্ন জেনে রাখুন। আসুন জেনে নেই...

শিশু নিজেকে সাহায্য করতে পারে: ১ মাস বয়স বয়সে শিশু বসে থাকা অবস্থায় মাথা তুলে ধরতে পারবে। এর মানে পেশী বর্ধমান।

আশেপাশের জিনিস চিনতে শিখেছে: এক সপ্তাহের মধ্যে আঙ্গুল পাকড়াবে ও ১ মাসের মধ্যে চোখে চোখ রাখবে। তারপর আপনার দিকে ইশারা করবে কোলে নিতে।

বেশি খেতে চায়: জন্মের সময় পেট ছোট থাকে ও বেশি পায়খানা হয় তাই দিনে প্রায় বারবার খিদে পায়। শক্ত খাবার খেতে শুরু করলে এটা কমে যাবে।

আরো পড়ুনঃ ঘরোয়া দুই উপকরণে দূর হবে দাঁতের হলদে দাগ

দিন ১৬ ঘন্টা ঘুমাবে: একবার না হলেও দিনে প্রায় ১৬ ঘন্টা ঘুমাবে। ৪ মাস বয়স থেকে টানা ৪ঘন্টা ঘুমাবে।
৫. ৮/১০ বার ডায়পার বদলাতে হবে: এটা দেখে বুঝবেন বাচ্চার মল থেকে কোন সমস্যা নেই। তার খাবার ঠিকঠাক আছে।

কোনদিকে আওয়াজ হলে তাকায়: এটা দেখে বুঝবেন কারন ভালো তৈরি হচ্ছে। কিছুদিনে আপনার গলাও চিনতে পারবে।

চারিদিকে তাকায়: ১ মাস পর ১২ ইঞ্চি দেখতে পাবে। ২ মাস পর ১৮ইঞ্চি। তাকাবে ও শিখতে চাইবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment