গর্ভকালীন সেক্স প্লানিং কেমন হওয়া উচিত?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ৩০, ২০২২

গর্ভকালীন সময়ে সেক্স করা উচিত নাকি নয়, এমন প্রশ্ন থাকে অনেকেরই মনে।

গর্ভাবস্থায় প্রথম ট্রাইমেস্টারে সেক্স না করাই ভালো। এ সময় যেহেতু ফেটাল অরগ্যান্সের ডেভেলপমেন্ট হয় তাই জোরে ধাক্কা এড়িয়ে চলা উচিত। এর থেকে হতে পারে মিসক্যারেজ।

প্রথম ট্রাইমেস্টারের মতো গর্ভাবস্থায় শেষ মাসেও সেক্স না করাই ভালো। এ সময়ে আনপ্রোটকেটড সেক্সের থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং প্রি ম্যাচিউর লেবারের রিস্ক বেড়ে যায়।

আরো পড়ুনঃ আলাদা থাকলেই প্রেম ও দুজনের মধ্যে টান বাড়ে, দাবি প্রবীণ দম্পতির

সাধারণত প্রেগন্যান্সির সময় সেক্স করলে বাচ্চার কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা। কারণ, অ্যামনিয়োটিক ফ্লুয়িডের মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে। কিন্তু জোরে ধাক্কা লাগলে গর্ভবতী মায়ের ক্ষতি হতে পারে।

গর্ভাবস্থায় প্রথম ও শেষ মাস বাদে যদি সতর্কতার সাথে সহবাস করা যায়, তবে কোন অসুবিধা নেই। তবে, খেয়াল রাখতে হবে পেটে যেন চাপ না পরে। এবং গর্ভাবস্থায় সেক্স করার সময় সামান্যতম অসুবিধা হলে সাথে সাথে সেক্স বন্ধ করে দিতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment