গর্ভাবস্থায় অতিরিক্ত ফলিক এসিড কখন প্রয়োজন?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ১১, ২০২২

কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম বা ০.৪০ মিলিগ্রামের চেয়ে বেশি ফলিক এসিড গ্রহণ করার প্রয়োজন হতে পারে। তা না হলে আপনার গর্ভের শিশুর ব্রেইন ও স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশের গঠনের সমস্যা হতে পারে।

সেসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই আপনার দিনে ৫ মিলিগ্রাম করে ফলিক এসিড গ্রহণ করা দরকার। আসুন জেনে নেই, গর্ভাবস্থায়
অতিরিক্ত ফলিক এসিড কখন প্রয়োজন...

- আপনার ডায়াবেটিস থাকলে।

- আপনি এপিলেপসি বা খিঁচুনি রোগের জন্য ঔষধ সেবন করলে।

আরো পড়ুনঃ হালকা শীতে ছেলেদের পোশাক

- আপনি এইচআইভি ভাইরাসের চিকিৎসায় অ্যান্টি-রেট্রোভাইরাল ঔষধ সেবন করলে।

- আপনার অথবা আপনার গর্ভের শিশুর বাবার নিউরাল টিউবে সমস্যা থাকলে।

- আপনার অথবা গর্ভের শিশুর বাবার পরিবারের কারো নিউরাল টিউবজনিত সমস্যা থাকলে।

- আপনার পূর্বের কোন গর্ভের শিশুর নিউরাল টিউবজনিত জটিলতার ইতিহাস থাকলে।

এর কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে অবশ্যই ডাক্তারকে জানাবেন ডাক্তারের পরামর্শ মেনে ফলিক এসিড গ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment