গর্ভাবস্থায় যেসব কারণে মাথাব্যথা হতে পারে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৩, ২০২২

গর্ভাবস্থায় বিভিন্ন কারণে আপনার মাথা ব্যথা হতে পারে। আসুন জেনে নেই...

- হরমোনের পরিবর্তনের কারণেও গর্ভাবস্থায় মাথা ব্যাথা হতে পারে।

- গর্ভাবস্থায় ক্ষুধা লাগা বা অনেকক্ষণ না খেয়ে থাকলে মাথা ব্যথা হতে পারে। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গিয়ে মাথা ব্যথা হয়।

- পানিশূন্যতা বা ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা হতে পারে।

- মানসিক চাপ বা ডিপ্রেশন থেকে গর্ভাবস্থায় মাথা ব্যথা হতে পারে।

- ক্লান্তি ও পর্যাপ্ত ঘুমের অভাব হলেও এমনটি হতে পারে।

আরো পড়ুনঃ সম্পর্কে ঠকে গেলে যা করবেন না!

- দৃষ্টিশক্তির সমস্যা হলে গর্ভাবস্থায় মাথাব্যথা হতে পারে।

- অস্বাস্থ্যকর দেহভঙ্গিতে শোয়া-বসা অথবা দাঁড়িয়ে থাকার কারণে মাথাব্যথা হতে পারে।

- বেশি স্ক্রিনটাইমের কারণেও মাথা ব্যথা হতে পারে। অর্থাৎ বেশিক্ষণ ধরে মোবাইল ল্যাপটপ অথবা টিভির দিকে তাকিয়ে থাকার কারণে চোখের উপর চাপ পড়ে মাথা ব্যথা হতে পারে।

- ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয় বেশি পান করলে মাথা ব্যাথা হতে পারে।

এছাড়াও কিছু মারাত্মক জটিলতার কারণে মাথাব্যথা হতে পারে। যেমন: প্রিএকলাম্পসিয়া, ব্রেইনে রক্তক্ষরণ ও ব্রেইন অথবা ব্রেনের পর্দার ইনফেকশন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment