গর্ভবতী মা গর্ভাবস্থায় ত্বক ও চুলের যেসব সমস্যার সম্মুখীন হন!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২৪, ২০২২

গর্ভাবস্থায় স্বাভাবিক ভাবেই নানান শারীরিক পরিবর্তন ঘটে । ত্বকের কোনো অংশ কালো হয়ে যাওয়া কিংবা চিরে বা ফেটে দাগ সৃষ্টি হওয়ার (স্ট্রেচ মার্ক) সমস্যায় কমবেশি সব অন্তঃসত্ত্বা নারীই পড়েন।

১। গর্ভবতীর ত্বকে এসময় মেছতা বা চুলকানির মতো সমস্যা হতে পারে। হবু মায়ের ত্বকে আগে থেকে অ্যালার্জিজনিত একজিমা থাকলে এ সময় তা বেড়ে যেতে পারে।

২। এসময় পেটে দাগ (স্ট্রেচ মার্ক) হওয়াটা খুবই সাধারণ একটি সমস্যা। অনেক সময় পায়ে ও কোমরেও এই দাগ দেখা যায়।

৩। স্ট্রেচ মার্কের স্থানগুলোতে ফোসকা পড়তে পারে। চুলকানির পাশাপাশি ত্বকের কোনো অংশ ফুলে যেতে পারে।

আরো পড়ুনঃ ঝলমলে চুল পাবেন শসার ব্যবহারে 

৪। কারও ত্বকের উজ্জ্বলতা কমে যায়। গর্ভাবস্থায় অতিরিক্ত হরমোন উৎপাদনের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। অনেকের ত্বক কালচে হয় যায়। বিশেষ করে মুখে ও ঘাড়ে এই সমস্যা বেশি হয়।

৫। চুলের আগা ফেটে যাওয়া, চুল পড়া এ ধরনের সমস্যার সম্মুখীন হন বেশিরভাগ হবু মায়েরা। খাদ্যে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন, মিনারেলের ঘাটতি, নিজের প্রতি উদাসীনতা ইত্যাদি চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment