শিশুর মানসিক বিকাশে যা করবেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ১৫, ২০২৩

সন্তানকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে।

একজন ভালো শ্রোতা হতে হবে: শিশুরা প্রচুর কথা বলে। তাদের বিভিন্ন অভিজ্ঞতা বাবা-মায়ের সঙ্গে শেয়ার করতে ভালোবাসে তারা। শিশুদের বেশিরভাগ কথা বড়দের কাছে গুরুত্বপূর্ণ না হলেও তাদের কাছে কিন্তু জরুরি।

আরো পড়ুনঃ হৃদরোগের ঝুঁকি কমায় ধনেপাতা

তুলনা করবেন না: প্রতিটি শিশু আলাদা। কেউ গান ভালো পারে, কেউবা ছবি আঁকায় তুখোড়। শিশু যেটা ভালো পারে না সেটা নিয়ে অন্য শিশুদের সঙ্গে তুলনা করা বা তিরস্কার করা খুবই অনুচিত। বরং যেটা সে ভালো, সেটা নিয়ে ভূয়সী প্রশংসা করুন।

স্ক্রিন টাইম কমিয়ে দিন: শিশু যেন সারাক্ষণ মোবাইল বা গেজেট হাতে পড়ে না থাকে। এতে শিশুর বুদ্ধিবৃত্তির সঠিক বিকাশ ব্যাহত হয় যা ভবিষ্যতে ব্যক্তিত্বের উপর চরমভাবে আঘাত হানতে পারে। শিশুকে পর্যাপ্ত সময় দিন। গল্প করুন তার সঙ্গে। গল্পের বই পড়ে শোনান।

আরো পড়ুনঃ মিষ্টি আলুর পায়েস

নিজের কাজ নিজে করার জন্য উৎসাহিত করুন: শিশুর সব কাজ নিজে করে দেবেন না। বরং খাওয়া, গোসল করা, ঘর গোছানোর মতো কাজ নিজে করতে উৎসাহিত করুন। এতে স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী হবে সে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment