আমার বাচ্চা দুধ খাওয়ার পর শান্ত হতে চায় না কেন?

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৬, ২০১৮

ফীডারে দুধ খাওয়ার সময় যদি শিশু বাতাস গিলে ফেলে এবং তারপর তাকে শুইয়ে দেয়া হয় তাহলে সে অস্বস্তি বোধ করতে পারে। খাওয়ানোর পর বাচ্চাকে আপনার কাঁধের ওপর তার মাথা দিয়ে বুকে নিয়ে রাখুন অথবা আপনার কোলের ওপর হেলান দিয়ে তাকে বসিয়ে রাখুন। এসময় আলতোভাবে তার পিঠ মালিশ করতে পারেন যাতে আটকে যাওয়া বাতাস সহজে বেরিয়ে যেতে পারে। কিন্তু এতে বাড়াবাড়ি করার দরকার নেই – এটা কোন বড় সমস্যা নয়।

আর/এস 

Leave a Comment