ভুলেও হাঁচির সময় নাক মুখ চেপে ধরবেন না, হতে পারে বিরাট বিপদ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ৪, ২০২১

হাঁচির সময় সবাই কমবেশি নাক-মুখ ঢেকে ফেলেন। যদিও হঠাৎ করেই হাঁচি পায় সবার। তাই কারো সামনে হাঁচি পেলে বেশ অস্বস্তিকর বোধ হয় সবারই। অনেকেই হাঁচির সময় আঙ্গুল দিয়ে নাক চেপে ধরেন আবার কেউ হাত দিয়ে মুখ বন্ধ করেন। তবে এমন করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন।

আরো পড়ুনঃ ধনেপাতার অজানা কিছু স্বাস্থ্যগুণ জানুন

যদিও হাঁচি বা কাশি সময়ের নাক-মুখ ঢেকে নিতে হয়। তবে নাক-মুখ ঢেকে নেওয়ার মানে এই নয় যে পুরোপুরি চেপে ধরবেন। এমনটি করলে বিপদ বাড়তে পারে।
চিকিৎসকদের মতে, হাঁচির সময় মুখের ভেতরে বাতাস প্রায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছোটে। এসময়ের নাক মুখ চেপে ধরে ওই বাতাস গিয়ে ধাক্কা দেয় কানের পর্দায়।

এর ফলে মুহূর্তে কানের পর্দা ফেটে যেতে পারে। শুধু তাই নয়, অনেকের খাদ্যনালী ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এর ফলে।

গবেষণায় দেখা গেছে, হাঁচি ধরে রাখার ফলে সৃষ্ট চাপে মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে যেতে পারে। এটি প্রাণঘাতী হতে পারে। হাঁচির গতিবেগের আঘাতের মস্তিষ্কে রক্তপাত হতে পারে।

আরো পড়ুনঃ রুই মাছ দিয়ে নটে শাক ভাজা

তাই কখনো হাঁচির সময় নাক ও মুখ পুরোপুরি বন্ধ করবেন না। রুমাল দিয়ে যদি হালকাভাবে নাক-মুখ ঢেকে রাখেন তাহলে ভয় নেই। এতে মুখের ভেতরে জীবাণু বাইরে ছড়ায় না।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment