হঠাৎ শরীরে কালশিটে পড়া হতে পারে মারাত্মক রোগের লক্ষণ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ৩০, ২০২১

শরীরে একটু আঘাত লাগলে রক্ত জমাট বাঁধার মতো কালচে দাগ হয়ে যায়? এই সমস্যায় অনেকেই ভুগেন। আবার এমনও হয় অনেকে টের‌ই পান না কখন বা কোথায় আঘাত লাগলো! অথচ শরীরের যেকোনো স্থানে হঠাৎই বড় কালশিটে পড়েছে।

আপনার ক্ষেত্রেও যদি এমনটি ঘটে তাহলে তা স্বাভাবিক কোনো ঘটনা বলে ভাববেন না। খুব ঘনঘন যদি এ সমস্যায় পড়েন তাহলে কিন্তু ভাবার বিষয়।

আরো পড়ুনঃ কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা

হতে পারে একটি বড় কোন রোগের উপসর্গ চলুন জেনে নেওয়া যাক

- শরীরে রক্ত ঠিকমতো জমাট না বাধলে কালশিটে পড়তে পারে। এ কারণে হেমোফিলিয়া জাতীয় রোগ থাকলে কালশিটে পড়ার প্রবণতা বাড়ে।

- ঘনঘন কালশিটে পড়া হতে পারে ক্যান্সারের লক্ষণ। ব্লাড ক্যান্সার বা বোন ম্যারো ক্যান্সার হলে কালশিটে পড়ার আশঙ্কা বাড়ে।

- এছাড়াও লিভার সিরোসিসে আক্রান্ত হলেও সামান্য আঘাতেই শরীরে কালশিটে পড়তে পারে। অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিস হয়। লিভারের যে প্রোটিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে সেই প্রোটিন উৎপাদন কমিয়ে দেয় এই রোগ।

- ভিটামিনের অভাবে শরীরে পড়তে পারে কালশিটে। বিশেষ করে ভিটামিন সি ও ভিটামিন কে এর এমনটি ঘটে।

আরো পড়ুনঃ কেরালা মাটন কারি

- বিশেষ কোন ঔষধের প্রতিক্রিয়া হতে পারে কালশিটে পড়ার কারণে। বিশেষ করে এসপিরিন জাতীয় ঔষধ রক্ত জমাট বাঁধতে দেয় না তাই এ ধরনের ঔষধ খেলে কাছে এটা পড়ার ঝুঁকি বাড়ে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment