বারান্দাতে বাগান করতে জানুন কিছু টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৬, ২০২২

ইট-কাঠের নগরে এক চিলতে সবুজ বারান্দা হতে পারে প্রশান্তির জায়গা। একটি বই ও এক মগ চা হাতে যেখানে কাটিয়ে দেওয়া যাবে কিছু সময়। বারান্দায় বাগান করতে চাইলে কিছু টিপস জেনে নিন...

লম্বালম্বি গাছ লাগানঃ বেশিরভাগ অ্যাপার্টমেন্টের বারান্দাগুলোই ছোট হয়। এ ধরনের বারান্দায় গাছ লাগাতে চাইলে লম্বালম্বিভাবে টব রাখার বন্দোবস্ত করতে পারেন। বাজারে ভার্টিকাল স্ট্যান্ড পাওয়া যায় টব রাখার জন্য।

তাক বা র‍্যাকে রাখুন টবঃ মেটাল বা কাঠের তাকের ব্যবস্থা করতে পারেন টব রাখার জন্য। গ্রিলে কয়েকটি কাঠ, দড়ি দিয়ে ঝুলিয়ে টব রাখা যায়। আবার মেটাল, বোর্ড বা কাঠের র‍্যাক রাখতে পারেন বারান্দার একপাশে। সেই র‍্যাকের প্রতি তাকে সাজিয়ে রাখুন গাছ।

আরো পড়ুনঃ শুষ্ক ত্বকে প্রাণ ফেরাবে ৩ প্রাকৃতিক ময়েশ্চারাইজার

বসার জায়গা সাজানঃ বারান্দায় এক কোণে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা করতে পারেন। এত জায়গা না থাকলে ছোট গদি আর কুশন পেতে দিন মেঝেতে। একটা নিচু ও ফোল্ডিং টেবিলের ব্যবস্থা করুন চায়ের সরঞ্জাম রাখার জনহ। বিকেলটা বেশ কাটবে।

কৃত্রিম ঘাসে সাজান বারান্দাঃ বারান্দায় মেঝে সাজাতে পারেন কৃত্রিম ঘাসে। এতে বেশ একটা আরামদায়ক লুক চলে আসবে বাগানে।

আরো পড়ুনঃ এই অভ্যাসগুলো দ্রুত বয়স বাড়িয়ে দিচ্ছে আপনার

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment