কথা বলার ভঙ্গি দেখেই বুঝে নিন পাশের লোকটি মিথ্যে বলছে কিনা!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২৯, ২০২২

মানুষের কথা বলার স্বর, কথা বলার সময় এদিক ওদিক তাকানো কিংবা তার দৃষ্টি এসবই বলে দেবে পাশের লোকটি মিথ্যে বলছে কিনা! খুব সহজ উপায়ে আপনি বুঝতে পারবেন, আপনার পাশের লোকটি মিথ্যা বলছে না সত্যি। জেনে নিন বিস্তারিত...

অঙ্গভঙ্গি: সাধারণত যখন কোনো মানুষ সত্যি কথা বলেন তখন কথা বলার আগে বা কথা বলার সঙ্গে সঙ্গে হাতের অঙ্গভঙ্গি বদল হয়। কিন্তু মিথ্যে কথা বললে কথা বলার কিছুক্ষণ পর বদল হয় হাতের অঙ্গভঙ্গি।

আরো পড়ুনঃ মসুর ডালে ফর্সা হবার প্যাক

বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যা কথা বলার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে কোন কাল্পনিক ঘটনা নির্মাণ করতে হচ্ছে। মস্তিষ্কের স্বাভাবিক অনুসারে ক্রিয়া কিছুটা ব্যাহত হয় সে কারণে দেরি হয় হাতের ভঙ্গিতে।

তাকানো: অনেক সময় যারা মিথ্যা কথা বলেন তারা সরাসরি চোখের দিকে তাকাতে অস্বস্তিবোধ করেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা বলছে, ৭০ শতাংশ ক্ষেত্রে মিথ্যা কথা বলার সময় সরাসরি চোখে চোখ রাখতে সংকোচ বোধ করেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শারীরিক পরিবর্তন: কথা বলার সময় সামনে পিছনে দোলা কিংবা একদিকে ঘাড় কাত করে রাখা মিথ্যা কথা বলার সংকেত হতে পারে। পাশাপাশি কোন কোন ব্যক্তি কোন এক দিকের পায়ে ভর দিয়ে দাঁড়ান বারবার ভিন্ন ভিন্ন পায়ে ভর দিয়ে দাঁড়ানো‌ও মিথ্যে কথা বলার লক্ষণ হতে পারে।

চেহারার ভঙ্গি: কারো কারো মতে, মুখ ভিতরের দিকে ঢুকিয়ে নেয়া কিংবা ঠোঁট চেপে রাখার মতো বিষয় মিথ্যে কথা বলার লক্ষণ হতে পারে। বারবার ঢোক গেলা ও জিহ্বা মুখের ভিতর ঢুকিয়ে নেওয়াও মিথ্যে কথা বলার লক্ষণ হতে পারে।

আরো পড়ুনঃ ধনুরাসন আপনার শ্বাসকষ্ট কমাবে !

কথা বলার স্বর: কথা বলার সময় গলার স্বরের আকস্মিক পরিবর্তন মিথ্যে কথা বলার ইঙ্গিত হতে পারে। অনেকের মতে, মানসিক চাপ বৃদ্ধি পেলে কিছু কিছু ক্ষেত্রে স্বরযন্ত্র শক্ত হয়ে যেতে পারে। তাই মিথ্যা কথা বলার সময় যদি কারো মানসিক চাপ তৈরি হয় তবে কথা বলতে গেলে গলার স্বর মোটা কিংবা সরু হয়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment