বাড়তি খরচে সঞ্চয় করবেন যেভাবে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ৮, ২০২২

আজকাল বেতনের টাকায় সংসার খরচ চালানোই কষ্টকর, সেখানে সঞ্চয়ের চিন্তা যেন স্বপ্নের মত। মাসের খরচ শেষে কিছু টাকা জমানো ভীষন জরুরী। আসুন জেনে নেই, এ সমস্যা থেকে বাঁচতে খরচ কমানোর কিছু উপায় সম্পর্কে-

- সব সময় হিসেব করে খরচ করুন। হাতে টাকা এলে প্রয়োজনের বাইরে একাধিক জিনিস কিনে ঘর ভর্তি করবেন না। যে মাসে যেটা প্রয়োজন সেটাই কিনুন।

- খরচের সঠিক পরিকল্পনা থাকা চাই। মাসের শুরুতেই হিসাব করে নিন, কোন খাতে কত খরচ করবেন। সব খরচের বরাদ্দ শেষে যা হাতে থাকে সেটা মাসের শুরুতেই সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন।


- ধূমপান করার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। এটা টাকাও বাঁচবে সঙ্গে শরীরও ভালো থাকবে।

আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে সারবে শিশুর ঠান্ডা-কাশি

- ঘনঘন রেস্তোরাঁয় খেতে যাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। মাসে একদিন যেতে পারেন।

- প্রতিমাসে পার্লার খরচ লেগেই থাকে। ফেসিয়াল, স্পাসহ নানারকম ট্রিটমেন্ট কিন্তু ঘরেই করতে পারেন খুব সহজেই। খরচ বাঁচবে অনেকটাই।

- সব সময় আয় বুঝে ব্যয় করবেন। অন্যের দেখাদেখি বড় অঙ্কের টাকা খরচ করতে যাবেন না।

- অনলাইন শপিংয়ে অনেক সময় প্রয়োজনের বাইরে খরচ হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে অনলাইনে কিছু দেখলে সঙ্গে সঙ্গে না কিনে ফেলে সেটি কার্টে রেখে দিন। ১ সপ্তাহ পর যদি মনে হয় জিনিসটা আসলেই প্রয়োজনীয় তাহলে কিনুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment