স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো কী ?

  • ফারজানা আক্তার 
  • মে ১৯, ২০২১

পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের ব্যাধির কিছু ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হলো স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার ( Schizotypal personality disorder ).

স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো হলো : 

-  এদের চিন্তা - ভাবনা, চলাফেরা, কথাবার্তা সব অদ্ভুত ধরণের হয়ে থাকে। এরা অদ্ভুত ডিজাইনের পোশাক পরিধান করে। 

-  এদের সবসময় মনে হয় কেউ এদের নাম ধরে ডাকছে। 

-  খুব অল্পতেই আবেগপ্রবণ হয়ে যায়। 

-  সামাজিকভীতি আছে। গভীর কোন সম্পর্কে যেতে ভয় পায়। 

-  আশেপাশের সকলের ব্যাপারে উদাসীন এবং কিছুটা সন্দেহপ্রবন। 

আরো পড়ুন :  ক্রোয়েশিয়ার ট্রোগির বিশ্বে পরিচিতি পর্যটকের ভ্রমণ স্থান

- এরা বিশ্বাস করে খুব অল্পতেই অন্যকে ইমপ্রেস করতে পারে। যে কোন কাজ করতে পারদর্শী। এদের সামর্থ্যের থেকে কনফিডেন্স পাওয়ার বেশি। 

- ভালো মন্দ যাই ঘটুক সব তাদের জন্য ঘটেছে এটাই তাদের বিশ্বাস। 


 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment