পাকা কলা দ্রুত নষ্ট হয়ে যায়? ভালো রাখার উপায় জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১৪, ২০২২

পাকা কলা কিনে আনার পরদিন থেকেই দেখা দেয় কালো ছোপ? খুব দ্রুত নষ্ট হয়ে যায় পাকা কলা। ‌আসুন জেনে নেই পাকা কলা ভালো রাখার কিছু উপায় সম্পর্কে...

- ডজন ধরে কলা কিনলে বেশি পাকা না কিনে একটু সবুজ দেখে কিনুন।

- বাসায় এনে কলা ঝুলিয়ে রাখবেন এতে কলা ধীরে পাকবে।

আরো পড়ুনঃ সেদ্ধ ডিম কত ঘন্টা পর নষ্ট হয় ?

- কলা কাঁদি থেকে খুলে উপরের অংশ অ্যালুমিনিয়াম ফয়েল বা পাতলা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখুন। এতে যে গ্যাস কলা দ্রুত পাকিয়ে দেয়, তা নির্গত হওয়ার গতি কমবে।

- কলা একেবারে পেকে গেলে ফ্রিজে রেখে দেওয়াই ভালো বুদ্ধি। এতে আরও বেশকিছু দিন রেখে খেতে পারবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment