বেল খাওয়ার উপকারিতা জেনে নিন 

  • ওমেন্স কর্নার
  • মার্চ ১০, ২০২৪

গরমে তৃষ্ণা মেটাতে আমরা বিভিন্ন ফলের রস পান করে থাকি। তবে বেল অন্য সব ফলের মতো নয় এটি দিয়ে শরবত করে তবেই খেতে বেশ লাগে। বেল শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। নিয়মিত বেল খেলে আপনার সুস্থ থাকার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।  চলুন জেনে নেওয়া যাক বেল খাওয়ার উপকারিতা সম্পর্কে-

হজমের সমস্যা দূর করে:

নিয়মিত বেল খেলে হজমের সমস্যায় দূর হয়। বিশেষ করে কাঁচা  বেল খেলে হজম করতে এটি দ্রুত কাজ করে। সেইসঙ্গে পাকা বেল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। 

আলসার ও ডায়রিয়া সারায়:

পাকা বেলের শাঁসে থাকে ফাইবার, যা কিনা আলসার রোধে বিশেষভাবে কার্যকরী। 

আরো পড়ুন:
চিকেন কাঠি কাবাব তৈরি করবেন যেভাবে
চায়ের কাপের দাগ দূর করার কিছু টিপস
কীভাবে বুঝবেন বেকিং পাউডার ঠিক আছে কিনা?

আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসে উপকারী:

যারা আর্থ্রাইটিসের মতো সমস্যায় ভুগছেন তারা নিয়মিত বেল খেতে পারেন। কারণ বেলে থাকা নানা গুণের কারণে তা আথ্রাইটিসের সমস্যা দূর করে। বিশেষজ্ঞরা বলছেন, বেলের ডালে এমন উপাদান আছে যা আর্থ্রাইটিসের সমস্যায় উপকারী। আবার পাকা বেলে থাকা মেথানল ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। যে কারণে এটি ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে উপকারী। এটি রক্তচাপ নিয়েন্ত্রণেও সাহায্য করে। 

পোস্ট ক্রেডিট: বৈশাখী অনলাইন  

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment