যেভাবে সহজে তৈরি করবেন আনারসের জুস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ১৮, ২০২১

চলছে আনারসের সময়। বাজারে অনায়াসে পাওয়া যাচ্ছে নানা ধরনের আনারস। আনারস খেতে প্রায় সকলেই পছন্দ করেন। অনেকে পছন্দ করেন এর জুস। ঘরে তৈরি করা আনারসের জুস ফ্রেশ মজাদার এবং স্বাস্থ্যকর। প্রতি গ্লাসে‌ই রয়েছে ভরপুর ভিটামিন। খুব সহজ উপায়ে ঘরেই বানিয়ে নেওয়া যায় আনারসের জুস, যা দিনের যেকোনো সময় পান করতে চাইবেন বারবার।

উপকরণ:

- মাঝারি আকৃতির আনারস ১ টি,

- পানি অর্ধেক কাপ,

- চিনি পছন্দমত,

- অর্ধেক লেবুর রস,

আরো পড়ুনঃ বাদাম, চন্দনে ত্বকের যত্ন নিন

- বরফ কিউব প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালী: আনারস টিকে ভালোমতো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

এখন একটি ব্লেন্ডারে আনারসের টুকরোগুলোকে দিতে হবে। সাথে পানি এবং চিনি দিয়ে দিতে হবে।

খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। কোন প্রকারের দানা থাকা যাবে না। বেশ কয়েকবার ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে।
খুব বেশি ঘন মনে হলে পানি যোগ করে নেওয়া যাবে।

আরো পড়ুনঃ আপনার চুলের যত্নের জন্য কিছু উপকারী হেয়ার মাস্ক

মিষ্টি পছন্দ হলে চিনি যোগ করে নিতে পারেন। পরিবেশনের সময় লেবুর রস, বরফ কিউব দিতে হবে।

ছবি: সংগৃহীত

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment