ব্যালন ডি’অর-জয়ী প্রথম নারী ফুটবলার আডা হেগেরবার্গ

  • ইয়াসিন প্রধান সাজিদ
  • জুলাই ২৭, ২০২১

 

বিশ্ব সেরা ১০ জন নারী ফুটবলারদের মধ্যে নরওয়ের আডা হেগেরবার্গ অনেক পরিচিত একজন। নরওয়ের এই স্ট্রাইকার ২০১৮ সালে সকল খবরে আসেন ব্যালন ডি’অর-জয়ী প্রথম নারী ফুটবলার হিসাবে৷ সেই থেকে তার নাম ছড়িয়ে যায় চারদিকে। এখন সে সারা বিশ্বের কাছে সেরা ফুটবলার হিসেবে পরিচিত। মাত্র ২৩ বছর বয়সি এই স্ট্রাইকার ফুটবল জগতে পরিচিত তাঁর আড়াইশ’র বেশি গোলের জন্য৷ সেরা ১০ ফুটবলারের মধ্যে এখন তার নাম থাকে সবার শীর্ষ অবস্থানে।

আরো পড়ুনঃ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কি ধরণের সমস্যা হতে পারে !

বিখ্যাত এই নারীর জন্ম 10 জুলাই 1995। তিনি একজন নরওয়েজীয় ফুটবলার, হেগেরবার্গ অলিম্পিক Lyonnais এর একজন স্ট্রাইকার। তিনি এর আগে কোলবোটন এবং টপস্পেরিনে খেলেছেন। আডা হেগেরবার্গ এর পুরো নাম অ্যাডা মার্টিন স্টলস্মো হেগারবার্গ। তার জন্মস্থান মোল্দে, নরওয়ে, উচ্চতা 1.78 মি (5 ফুট 10 ইঞ্চি)। আডা হেগেরবার্গ এর বর্তমান দল অলিম্পিক লিয়োনাইস। হেগারবার্গ ইতোমধ্যেই যুব আন্তর্জাতিক পর্যায়ে নরওয়ের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১১ সালে সিনিয়র দলের হয়ে পদার্পণ করেছিলেন।

২০১৩ সালে ইউইএফএ মহিলা চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদকপ্রাপ্ত দলের অংশ ছিলেন হেগেরবার্গ।২০১৫ ফিফা মহিলা বিশ্বকাপ এবং ২০১৭ উয়েফা মহিলা চ্যাম্পিয়নশিপে তিনি নরওয়ের টিমে ছিলেন। হেগারবার্গকে 25 আগস্ট 2016-তে ইউরোপের সেরা মহিলাদের প্লেয়ার ইউরোপ পুরস্কার দেওয়া হয়েছিল এবং ২০১৭ এবং ২০১৯ সালে বিবিসি উইমেন ফুটবলার অফ দ্যা ইয়ার নাম ঘোষণা করা হয়েছিল।

2018 সালে তিনি ব্যালন ডি আর ফারমিনিনের প্রথমবারের প্রাপক। তিনি উয়েফা উইমেন চ্যাম্পিয়নস লিগের মরসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি অর্জন করেছেন এবং বর্তমানে উয়েফা মহিলা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১৬ সালে হেগারবার্গকে নরওয়ের সেরা ফুটবলার হিসেবে সোনার বল পুরষ্কার দেওয়া হয়েছিল।এর আগে কোনও মহিলাকে পুরষ্কার দেওয়া হয়েছিল 20 বছর আগে। মাত্র 15 বছর বয়সে, হেগারবার্গ নরওয়ে অনূর্ধ্ব -১৯ দলে ছিলেন যা ২০১১ ইউইফএ মহিলা অনুর্ধ্ব-১ চ্যাম্পিয়নশিপে খেলেছিল।

আরো পড়ুনঃ আপনি জেনে বুঝে পরিমাণমতো ব্যায়াম করছেন তো ?

এই খেলাটির চূড়ান্ত টুর্নামেন্টের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেখানে নরওয়ে ফাইনালে পৌঁছেছিল। ২০১২ ফিফা অনুর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার নরওয়ে দলে ছিলেন হেগারবার্গ । গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি এবং অ্যান্ড্রিন গোল করেছিলেন । ১৯ নভেম্বর ২০১১- এ লুর্গানে উত্তর আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে পরাজয়ের বিকল্প হিসাবে তিনি নরওয়ের হয়ে সিনিয়র আত্মপ্রকাশ করেছিলেন ।

হেগেরবার্গের তালিকায় অনেক বড় বড় অবদান রয়েছে, আর তিনি অনেক বড় পুরস্কারও অর্জন করেছেন একজন সেরা খেলোয়াড় হিসেবে তার মধ্যে কিছু অবদান হলো।

উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লিগের সর্বাধিক গোল : 53

উয়েফা উইমেন চ্যাম্পিয়ন্স লিগের মরসুমে সর্বাধিক গোল : 15

উয়েফা উইমেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিক গোল একটি ক্লাবের জন্য: 49 ( অলিম্পিক লিয়োনাইস )

উয়েফা মহিলা ইউরো 2013 : রানার্সআপ

ইউরোপের সেরা মহিলাদের খেলোয়াড় : ২০১

2016 ইউরোপের সেরা মহিলাদের খেলোয়াড় - রানার-আপ: 2018,

2019 ফারমিনাইন : 2014-15 , 2015–16 , 2016–17 , 2017–18 , 2018–19 , 2019–20

কুপে ডি ফ্রান্স : 2014-15, 2015–16, 2016–17, 2018–19, 2019–20

উয়েফা মহিলাদের চ্যাম্পিয়নস লিগ : 2015-16 , 2016-17 , 2017-18 , 2018-19 ,

2019-20 ট্রফি দেস চ্যাম্পিয়নস : 2019

আরো পড়ুনঃ চিকেন স্টকের পোলাও

এগুলো ছাড়া বিভিন্ন টুর্ণামেন্ট এবং আন্তর্জাতিক মানের অনেক এওয়ার্ড অর্জন করেছেন নরওয়ের এই সেরা খেলোয়াড়। আর তার এত অর্জনের জন্যই আজ তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের অন্যতম একজন।

তথ্যঃ গুগল

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment