ঠোঁটের উপরের লোম ক্রমাগত বড় হচ্ছে?

  • তানজিলা আক্তার
  • মে ২৭, ২০১৮

প্রশ্নঃ ঠোঁটের উপরের লোম ক্রমাগত বড় হচ্ছে। ছেলেদের মত বড় হয়ে যাওয়ায় দেখতে বীভৎস লাগে। কি করতে পারি?

 উত্তরঃ ঠোঁটের উপরের লোম কি আগেও এমন করে বড় হতো কি না তা জানালে ভালো হতো। আজকাল অনেকেরই এই সমস্যা হচ্ছে, তবে দুঃখজনক হলেও সত্যি সবাই এই লোম শেভ করে নিচ্ছে অথবা পার্লার থেকে প্লাক করে নিচ্ছে। কিন্তু কেনো এই লোম বড় হচ্ছে এই ব্যাপারে কেউ নজর দিচ্ছে না। এটি হরমোন বাড়া-কমা, থাইরয়েড সমস্যাসহ শুরু করে বিভিন্ন কারনে হতে পারে। আপনি যথাসম্ভব দ্রুত ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।

আর/এস

Leave a Comment