মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • আগস্ট ৩০, ২০১৮

বাজারে ফ্রিকেলস আউট বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্লিচিং উপাদান দিয়ে তৈরি। ব্লিচিং উপাদান আমাদের ত্বকের জন্য বেশ ক্ষতিকর। তাই এই ক্রিমগুলো মুখের ত্বকে না লাগানো উচিত। এর পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত যেগুলো সত্যিই কার্যকরী ভূমিকা রাখে।

যা যা করতে পারেন :

- প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন।

- কাঁচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন।

- হালকা গরম মধু ব্যবহার করতে পারেন।

- অতিরিক্ত তিল অপসারণে লেবুর রস অনেক উপকারী এবটি উপাদান।

- বিভিন্ন ফলের প্যাক ব্যবহার করতে পারেন।

- চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন।

- কাঁচা হলুদ ও তিলের গুড়ার পেস্ট ব্যবহার করতে পারেন।

- বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।

- বাইরে থেকে ফিরে মুখে বরফ ঘষবেন।

সূত্র : গুগল 

Leave a Comment