ব্রণ দূর করার ঘরোয়া কিছু উপায়

  • কবিতা আক্তার
  • নভেম্বর ৯, ২০২০

আমাদের প্রায় মানুষের মুখের প্রধান সমস্যা হলো ব্রণ। প্রতিদিন নিয়ম করে নিম, পুদিনা পাতার পেস্ট মুখে লাগালে ব্রণ কমে যাবে। আরো অনেক ঘরোয়া উপায়েও ব্রণ দূর করা সম্ভব যেমন...

টুথপেস্ট ব্যবহারঃ ব্রণের উপর সামান্য করে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাত। সকালে ধুয়ে ফেলুন, এতে ব্রণ আকারে কমে যাবে। এবং শুকিয়েও যাবে।

আরো পড়ুনঃ নিউমোনিয়া কি? এর কারণ, লক্ষণ ও প্রতিরোধ

রসুন ব্যবহারঃ ব্রণের উপরে এবং চারপাশে কাঁচা রসুন ঘষে দিন। এতে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং দাগও অনেক কমে যাবে।

কমলার খোসা ব্যবহারঃ কমলার খোসা বেটে পেস্ট তৈরি করে মুখে মাখুন, ব্রণ কমে যাবে।

মধু ব্যবহারঃ ব্রণ উঠার সাথে সাথে এর উপরে মধু লাগিয়ে দিন এটা আর বাড়তে পারবে না।

কাগজি লেবু ব্যবহারঃ ঘুমানোর আগে মুখে কাগজি লেবির রস মাখুন এবং সকালে ধুয়ে ফেলুন। মুখ ব্রণ মুক্ত থাকবে।

ভিনেগার ব্যবহারঃ সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম করুন একসাথে তারপর ঠান্ডা করে এই মিশ্রণ মুখে ব্যবহার করুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কোন ফলের রস বেশি কার্যকরী?

আলু ব্যবহারঃ আলু স্লাইস করে কেটে ব্রণের উপর ঘষুন ৫-৭ মিনিট ব্রণের আকার অনেক কমে যাবে।

শশা ব্যবহারঃ শশা থেতো করে সামান্য লেবুর রস একসাথে করে মিশিয়ে নিন এবং মুখে লাগান আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন ব্রণ হবে না, থাকলেও অনেক কমে যাবে।

মুখের পরিচ্ছন্নতাঃ ভালো ফেসওয়াস দিয়ে দিনে অন্তত ২ বার মুখ ভালো করে পরিষ্কার করবেন। মুখে কখনই সাবান ব্যবহার করবেন না।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment