দ্রুত চুল ঘন, লম্বা করে তোলার ঘরোয়া ও কার্যকরী ৩টি হেয়ার প্যাক

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ৯, ২০২১

অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে চুল পুষ্টিহীনতায় ভুগে থাকে। চুল রাতারাতি লম্বা হওয়া সম্ভব নয় চুল লম্বা করার জন্য প্রয়োজন যত্নের, পুষ্টিকর খাদ্যের এবং স্বাস্থ্যকর জীবন যাত্রার। কিছু প্যাক আছে যা ব্যবহারে চুল হবে লম্বা, ঘন এবং মজবুত। আসুন তাহলে জেনে নেয়া যাক সেই প্যাক গুলোর কথা।

১। ডিমের সাদা অংশঃ  ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন। এবার এটি চুলে ম্যাসাজ করে লাগান‌। ডিমের প্রোটিন চুলে পুষ্টি জুগিয়ে চুল মজবুত করে তোলে। এর সাথে চুল ঘন এবং লম্বা করে থাকে।

আরো পড়ুন ঃ রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর সহজ প্রাকৃতিক কিছু উপায়!

২। পাকা কলার প্যাকঃ  এক থেকে দু'টি পাকা কলা, এক চামচ নারকেল তেল, এক চা চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি চুলে ম্যাসাজ করে লাগিয়ে নিন ১০-১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে শ্যাম্পু করতে পারেন।

৩। টক দই এবং অ্যাপেল সাইডার প্যাকঃ  আধা কাপ টকদই, এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment