হাতের জ্বালা ভাব কমাবেন যেভাবে

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২৮, ২০২২

মরিচ কাটা বা মরিচ দিয়ে ভর্তা বানানোর পর হাত জ্বালার সমস্যা থেকে রেহাই পেতে চাইলে ছুরি বা বটির বদলে কাঁচি দিয়ে কাটুন মরিচ। হাতে গ্লাভস পড়ে নিলেও জ্বলবে না হাত।

হাত জ্বালা করলে তাৎক্ষণিক কিছু কৌশল মেনে কমাতে পারেন অস্বস্তি।

১. ঠান্ডা দুধ: হাতের জ্বালা ভাব কমাতে ঠান্ডা দুধে হাত ডুবিয়ে রাখুন। আরাম পেতে দুধে কিছু বরফের টুকরা দিয়ে দিতে পারেন।

২. অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল হাতে লাগালেও প্রশান্তি মিলবে।

৩. দই: হাতের জ্বালাপোড়া কমাতে দই খুবই কার্যকর। একটি বড় পাত্রে টক দই নিয়ে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ।

আরো পড়ুনঃ ডিমের খোসা ফেলে দেন? ডিমের খোসার আশ্চর্য ব্যবহার জানুন

৪. বেকিং সোডা: বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৫. তেল: অলিভ অয়েল কিংবা ভেজিটেবল অয়েল ম্যাসাজ করে নিতে পারেন।

৬. ডিশওয়াশিং সোপ: হাতে ঘষে নিন ডিশওয়াশিং সোপ। আরাম মিলবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment