‍‍`রেস্টলেস লেগ সিনড্রোম‍‍` কী? এই রোগে কী কী সমস্যা?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৩, ২০২২

'রেস্টলেস লেগ সিনড্রোম' একটি পায়ের রোগ। এ রোগে পা নড়াচড়া করতে থাকার প্রচন্ড ইচ্ছা কাজ করে।

কিন্তু এই ইচ্ছা রোগী কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। সাধারণত সন্ধ্যা অথবা রাতে এই সমস্যা বেড়ে যায়।

আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে কি করবেন, কি করবেন না

এ কারণে নিদ্রাহীনতার সমস্যা দেখা দিতে পারে এবং আগে থেকেই ডিপ্রেশনের সমস্যা থাকলে তা বেড়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment