যৌন-বাহিত রোগ গনোরিয়া

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ১৬, ২০১৮

গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি যৌন রোগ৷ সাধারণত মূত্রনালি, পায়ুপথ, মুখগহ্বর এবং চোখ গনোরিয়ার জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে৷ এই রোগ সাধারণত যৌনমিলন থেকে ছড়ায় এবং পুরুষ ও মহিলা উভয়েই আক্রান্ত হতে পারে৷

লক্ষন এবং উপসর্গ
গনোরিয়ার স্বাভাবিক উপসর্গ হল যোনী অথবা লিঙ্গ থেকে মোটা সবুজ অথবা হলুদ তরল নিঃসরন হওয়া , মূত্রত্যাগের সময় ব্যাথা এবং মহিলাদের মাসিকের সময় রক্তপাত হওয়া। তবে, ১ থেকে ১০ জন আক্রান্ত মানুষ এবং প্রায় আক্রান্তদের অর্ধেক কোন উপসর্গের অভিজ্ঞতা পায়না।


পুরুষের ক্ষেত্রে

- মূত্রনালিতে সংক্রমণ।

- মূত্রনালি হতে পুঁজের মতো বের হয়।

- প্রস্রাব করতে কষ্ট হয়, জ্বালাপোড়া করে এবং প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে৷

- হাঁটু বা অন্যান্য গিঁটে ব্যথা করে, ফুলে ওঠে

- প্রস্রাব করতে কষ্ট হয় এবং এমনকি জটিল অবস্থায় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে৷

- পুরুষত্বহীন হয়ে যেতে পারে৷


মহিলাদের ক্ষেত্রে

- অনেকসময় মহিলাদের কোনও লক্ষণ নাও দেখা যেতে পারে৷

- যোনিপথ আক্রান্ত হতে পারে৷

- যোনিপথে এবং মূত্রনালিতে জ্বালা-পোড়া করে৷

- পুঁজ সদৃশ হলুদ স্রাব বের হয়৷

- তলপেটে ব্যথা হতে পারে৷

- ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে৷

- বন্ধ্যা হয়ে যেতে পারে৷

আর/এস 

Leave a Comment