আধা ঘণ্টা পরপর গরম পানি পানের উপকারীতা

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • ডিসেম্বর ৩, ২০১৮

গরম পানির উপকারীতা জানলে ভুলেও ঠান্ডা পানির ধারেকাছেও যেতেন না। সারা দিন ধরে বারবার অল্প অল্প করে গরম পানি পানে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যা রোগকে নিমিষেই দূরে সরিয়ে দেয়। অবশ্য সারাদিন ধরে গরম পানি পান করা অনেকটাই অসম্ভব। তবুও খেতে হবে গরম পানি। কেননা, চারপাশের পরিবেশে যে হারে বিষাক্ত উপাদানের পরিমাণ বাড়ছে, তাতে সেই বিষকে মারতে গরম পানি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গরম পানি পানের উপকারীতা নিম্নরুপ-

১. হজম ক্ষমতার উন্নতি ঘটে।

২. পিরিয়ডের সময়কার কষ্ট দূর হয়।

৩. খুশকির মতো ত্বকের রোগ দূরে পালায়।

৪. যে কোনও ধরনের ব্যথা কমে যায়।

৫. ত্বক অপূর্ব সুন্দর হয়ে ওঠে।

৬. শরীরের বয়স কমে।

৭. চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়।

৮. শরীর বিষমুক্ত হয়।

টি/আ

Leave a Comment