বাচ্চাকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যাবে?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ৯, ২০১৯

বাচ্চার জন্মের পর প্রথম ৬ মাস বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয়। তবে ৬ মাস পর থেকে কতদিন বুকের দুধ খাওয়াবেন তা মা-এর সিদ্ধান্ত। অনেকে ৬ বছর পর্যন্তও বুকের দুধ খাওয়ান, আবার অনেকে ২ বছর পর্যন্ত খাওয়ান।এর কোন সময় নেই বাচ্চা কতদিন খেতে পারবে।বাচ্চার মা এর দুধের পরিমাণ, মা এর ইচ্ছা ও বাচ্চার চাহিদার উপর এটি নির্ভর করে। তবে প্রথম ৬ মাস খাওয়ানো অবশ্যই উচিত এবং এর পরে দুধের পাশাপাশি শক্ত খাবার খাওয়ানো শুরু করবেন আস্তে আস্তে।

Leave a Comment