গর্ভকালীন পেটের ফাটা দাগ দূর করুন সহজে 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • এপ্রিল ২২, ২০২০

সন্তান জন্মের সময় প্রায় সব মায়ের এই সমস্যা হয়ে থাকে। অনেক মায়ের এই দাগ এমনি চলে যায়, অনেকের সহজে যায় না। একটু সচেতন হলে খুব সহজে এই দাগ দূর করা যায়।

রিলাক্সিন, ইস্ট্রোজেন ও করটিসল হরমোন বেড়ে গিয়ে মিউকোপলিসেকারাইড জমা করে। এটি যোজক কলা থেকে পানি শোষণ করে নেয়। এর ফলে যখনই পেটে টান পড়ে, তখনই ওই স্থানে দাগের সৃষ্টি হয়। কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।

আরো পড়ুন : শিশুদের উচ্চ রক্তচাপের কারণ হতে পারে ফুল!

সমাধান : ফাটা দাগের জন্য সব থেকে ভালো কাজ করে অলিভ অয়েল। গর্ভকালীন অবস্থায় দুবেলা ভালোভাবে অলিভওয়েল লাগাতে হবে। এলোভেরা জেল ও বেশ ভালো কাজ করে। এছাড়াও ট্রেটনইন ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। ক্যাস্টর অয়েলও ভালো কাজ করে
 

Leave a Comment