সন্তানকে ছোটবেলা থেকেই সঞ্চয় করতে শেখানোর টিপস

  • কবিতা আক্তার
  • জানুয়ারি ৮, ২০২২

বাড়ির বড়দের ধারণা, ছোটদের টাকাপয়সা থেকে দূরে রাখাই ভালো। এতে তাদের খরচ করার অভ্যাস কম হবে। অযথা খরচ থেকেও রক্ষা পাওয়া যাবে। আর বাচ্চাদের অপ্রয়োজনে টাকা চাওয়ার বদঅভ্যাসে হবে না। কিন্তু অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবেচনা করে ব্যবহার করতে হয়। আয়-ব্যয়ের বিষয়ে যদি কম বয়স থেকেই একটু করে সচেতনতা তৈরি হয় তবে পরবর্তী কালে কম সমস্যা হবে।

আরো পড়ুনঃ কড়া রোদে আপনার ত্বক কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে  ?

তাছাড়া আগে বাড়িতে বড়রাই সংসারের ঝক্কি সামলাতে। শিশুদের বিশেষ মাথা ঘামাতে হতো না। এখন যৌথ পরিবার প্রায় কোথাও নেই। বাবা মা সন্তানের ছোট সংসার। কখনো বা আরো ছোট। হয় বাবা নয় মায়ের সঙ্গে থাকে শিশু। সে ক্ষেত্রে বাড়ির অনেক দায়িত্ব ছোটবেলা থেকে নিতে হয়। তবে সবের‌ই প্রশিক্ষণ প্রয়োজন। টাকা-পয়সার সামলানোর ক্ষেত্রেও এগোতে হবে ধাপে ধাপে।

তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন-

- টাকা ভেবেচিন্তে খরচ করা দরকার কেন তা বোঝান।

- একটি টাকা জমানোর কৌটো কিনে দিন। তাতে কিছু টাকা রাখতে ইচ্ছা করবেই।

আরো পড়ুনঃ আপনার ত্বকের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তো ?

- সামান্য অর্থ সামলে রাখতে ও দায়িত্ববোধ প্রয়োজন। হলে ছোট থেকেই অল্প করে টাকার দায়িত্ব দিন সন্তানকে।

- ৬-৭ বছর বয়স থেকেই অল্প করে হাত খরচ দিন শিশুকে। তাতে বুদ্ধি খরচ করে অর্থ ব্যয় করতে শিখবে সে।

- বাড়িতে যে সব জিনিসপত্র দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে সেই বিলের টাকা শিশুর কাছে রাখুন। খরচের পরিমাণ বুঝতে শিখবে সে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment