গুড় আসল নাকি নকল চিনবেন যেভাবে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ৫, ২০২০

শীত এলেই পিঠা পুলির ধুম পড়ে যায়। সেই সঙ্গে থাকে খেজুরের রস খাওয়া এবং তা দিয়ে পিঠা। প্রকৃতির আশীর্বাদ খেজুর রস।এ থেকে তৈরি হয় জিভে জল আনা সুস্বাদু গুড়। গুড়ের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। চিনি শরীরের জন্য খারাপ বলে মিষ্টি খাবার খাওয়ায় বাদ দিয়েছেন অনেকে।

আরো পড়ুনঃ নতুন মায়েদের খাদ্য এবং পুষ্টি কেমন হওয়া উচিত?

সেক্ষেত্রে গুড় হতে পারে একমাত্র আদর্শ বিকল্প। শীতের পিঠা, পায়েসসহ মিষ্টি যেকোনো খাবারে এটি ব্যবহার করা হয়। এসবের মজা আসল গুড়। কিন্তু ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসি। তাই গুড় কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখুন

- কেনার সময় একটি ভেঙ্গে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবে৷ এ গুড়ে ভেজাল আছে। গুড়ের ধার দুই আঙুল দিয়ে চেপে দেখুন। যদি নরম লাগে বুঝবেন ভালো মানের আর বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ। সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের হলে বুঝতে হবে গুড়ে অতিরিক্ত রাসায়নিক মেশানো রয়েছে। কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে চকচকে হয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment