মেয়েরা যখন যায় চিবুকের কাছে একা করে চলে যায় - জয় জাহাজী

  • ফারজানা আক্তার 
  • ফেব্রুয়ারি ১১, ২০১৯

'মেয়েরা বহুবার "চলে যাবো" "চলে যাবো কিন্তু" বলেও যায় না,
কিন্তু যখন সত্যি সত্যি চলে যায় তখন আর পিছন ফিরে তাকায় না,
চিবুকের কাছে একা করে চলে যায়। চলে যায় আর না ফেরার জন্য।'

এবারের বই মেলায় এসেছে কবি জয় জাহাজীর 'চিবুকের কাছে একা'। জয় জাহাজীর তৃতীয় বই এটি। ওমেন্স কর্নারের সাথে কথোপথনে কবির বইসহ পাঠকের অজানা আরো কিছু কথা উঠে এসেছে। সাক্ষাৎকারটি নিয়েছেন ফারজানা আক্তার। 

ওমেন্স কর্নার : পাঠকের কাছে কবি জয় জাহাজী বেশি জনপ্রিয়, নাকি জয় জাহাজীর কবিতা?

জয়: নিঃসন্দেহে আমার কবিতাই পাঠকের কাছে বেশি জনপ্রিয় কিন্তু আমাদের সহজাত প্রবৃত্তি হলো সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টাকে ভালোবাসা। 

ওমেন্স কর্নার : কবিতার হাতেখড়ি কোন বয়স থেকে?

জয়: এসএসসি পরীক্ষার পর থেকে। তখন "ছোটবেলা" থাকে না, বলা যায় বেশ বড় হয়েই কবিতার প্রতি আগ্রহ জন্মেছিলো।

ওমেন্স কর্নার : ছোটবেলা বড় হয়ে নিজেকে কোন অবস্থানে দেখার স্বপ্ন দেখতেন ?

জয়:  ছোটবেলায় স্বপ্ন বললে তো মজার মজার স্বপ্ন চলে আসে, যেমন- বড় হয়ে আইসক্রিমওয়ালা হওয়া। সিনেমা দেখে দেখে মনে হতো- ইশ, আমিও যদি নায়ক হতে পারতাম!

ওমেন্স কর্নার : প্রফেশনালি আপনি কি করেন?

জয়:  আমি শেয়ার মার্কেট বিজনসে করি বেশ আগে থেকে পাশাপাশি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। 

ওমেন্স কর্নার : আপনার কবিতার পাঠক মূলত কোন বয়সীরা ?

জয়:  যাদের মস্তিষ্কের বয়স ১৮ প্লাস, যারা বোধের বয়সে প্রাজ্ঞ তারাই আমার কবিতার পাঠক।

ওমেন্স কর্নার : আমরা মূলত দেখি পুরুষ কবিদের বেশিরভাগ ফ্যান মেয়েরা হয়ে থাকে। কিন্তু আপনার পাঠক ফেসবুকের কল্যানে যতদূর দেখি ছেলে মেয়ে উভয়েই। আপনি কিভাবে ছেলে মেয়ে উভয়ই পাঠক সমানভাবে টানছেন ?

জয়: ঐ যে বললাম, আমাদের বোধের জায়গাটা। বোধ তো লিঙ্গের উপর নির্ভর করে না।

ওমেন্স কর্নার :   'চিবুকের কাছে একা' বইটি নিয়ে কিছু বলুন। 

জয়:  আমি কবিতার ভিতরে বাস্তবতা ও আবেগের একটি সুন্দর সমন্বয় করার চেষ্টা করি। "চিবুকের কাছে একা" ঐ সমন্বয়ের একটি চেষ্টা মাত্র যা পাঠকের কাছে ভালো বা মন্দ যেকোনোটা লাগতে পারে।

ওমেন্স কর্নার : আপনার প্রকাশিত আগের বইগুলো নিয়ে কিছু বলুন। 

জয়:  গতবছর মানে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছিলো "স্মৃতি কর্পোরেশন", বেশ ভালো সাড়া পেয়েছিলাম। এই বছর "আমলনামা" নামের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। হুমায়ুন আজাদ'র "প্রবচনগুচ্ছ" থেকে প্রভাবিত হয়ে আমলনামা লিখেছি। আশা করছি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। 

ওমেন্স কর্নার : আপনার জন্য এবং বইয়ের জন্য অনেক শুভ কামনা রইলো। 

জয়: ওমেন্স কর্নারের জন্যও শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

Leave a Comment