বাতাসে রয়েছে যেসব উপাদান

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ১৪, ২০১৯

সৃষ্টির প্রথম যুগে পৃথিবীটা যখন ঠান্ডা হয়ে জমাট বাঁধে তখন তা থেকে অনেক রকম গ্যাস বেরিয়েছিল। সেগুলো হালকা বলে উপরে উঠে গেল, কিন্তু পৃথিবীর টানের ফলে পৃথিবীর বাইরে চলে যেতে পারেনি। তাই সেগুলো পানি ও ডাঙাকে ঘিরে রইল। এই গ্যাসগুলোকে একসঙ্গে বলা হল বায়ু বা বাতাস।

বাতাস আসলে কোন একটা জিনিস নয়, কয়েকটা গ্যাসের মিশ্রণ। যদি ১০০ লিটার বাতাস নেওয়া হয়, তাহলে দেখা যায়, তাতে নাইট্রোজেন গ্যাসই বেশি পরিমাণে আছে, শতকরা ৭৬.১৬ লিটার। তারপর অক্সিজেন, এর পরিমাণ ২০.৬০ লিটার। ১০০-র ভিতর ৯৭ ভাগই তো চলে গেল দুটো গ্যাস। বাকি যে ৩ ভাগ, তাতে কার্বনডাইঅক্সাইড এবং কয়েক প্রকার নিস্ক্রিয় গ্যাস - যেমন, হিলিয়াম, আর্গন, নিওন, ক্রিপটন, ওজোন, জেনন প্রভৃতি দু'চারটা গ্যাস থাকে। আর থাকে খানিক জলীয় বাষ্প। এ হল পরিষ্কার হাওয়ার কথা। শহরের কারখানার আর অন্য যেসব জায়গার হাওয়া দূষিত, তাতে অক্সিজেন ও নাইট্রোজেন কম, ধুলো-ধোঁয়া আর কার্ব মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি খারাপ গ্যাসই থাকে পরিমাণে বেশি।

কেএস/

Leave a Comment