রূপচর্চায় ভাতের মাড়

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • নভেম্বর ২৭, ২০১৮

ভাতের মাড়ের রয়েছে বহু কার্যক্ষমতা। পুষ্টির জন্য কেউ কেউ নিয়মিত ভাতের মাড় খান। আবার অনেকে কাপড়েও ব্যবহার করে থাকেন। তবে ভাতের মাড় যে রূপচর্চার কাজে ব্যবহৃত হয় তা অনেকেরই অজানা। তাহলে জেনে নিন ত্বকের চর্চায় ভাতের মাড় কেন ব্যবহার করবেন-

ময়শ্চেরাইজার হিসেবে কাজ করে : ময়শ্চেরাইজার হিসাবে চমৎকার কাজ করে ভাতের মাড়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দারুন কার্যকরী।

ক্লিনজার হিসেবে কাজ করে: ভাতের মাড় ব্যবহারে ত্বকে জমে থাকা ধূলাবালি পরিষ্কার করে ক্লিনজারের মতো। 

কালচে ভাব দূর করে: ত্বকের কালচে ভাব দূর করতে ভাতের মাড়ের রয়েছে বেশ প্রভাব।

চোখের নিচের কালো স্পট দূর করে: অনেকেই চোখের নিচের কালো দাগ নিয়ে চিন্তিত। তুলার সাহায্যে ডার্ক সার্কেল ও ত্বকের বলিরেখা দূর করতে কাজে লাগাতে পারেন ভাতের মাড়।

শ্যাম্পু হিসেবে কাজ করে: শ্যাম্পুর পর কন্ডিশনার দিয়ে যেভাবে চুল নরম করতে হয় ঠিক সেভাবে চুল নরম করতে ভাতের মাড় বেশ কার্যকরী।

ব্রণ দূর করে: ব্রণ ও ত্বকের দাগ দূর করতেও  ভাতের মাড়ের রয়েছে অনন্য ভূমিকা।

টি/আ

Leave a Comment